Header Ads

করোনা মুসলিমদের কি শিখালো || What did Corona teach Muslim



১) আমরা যারা আগে দুনিয়া মোহে আটকে গিয়ে তওবা করা ভুলে গিয়েছিলাম। এখন এই করোনার ভয়ে আল্লাহ্‌র 
   কাছে তওবা করা শুরু করেছি।

1) We who were previously trapped into world & forgot to the word of repent. But now 
    we  have been beginning to repent to ALLAH for fear of the epidemic of CORONA.    

২) আমরা আগে আল্লাহ্‌র ভয়ে কথা মুখে মুখে স্বীকার করলেও তা অন্তর দিয়ে বুঝতে পারতাম না। কিন্তু এই  
    মহামারি করোনার জন্য এখন আমাদের অন্তরে আল্লাহ্‌র প্রতি ভয় সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ।

2) Even though we had confessed the  of fear of ALLAH, But we couldn’t understand it by 
    heart. But now we are afraid of ALLAH because of this epidemic. Alhamdulillah.

৩) আমাদের সমাজে অনেকেই আছেন যারা আগে নিয়মিত আল্লাহ্‌ তা’লার ইবাদত করতেন না। কিন্তু এই
     মহামারি করোনা এমন একটি পরিবেশ তৈরি করেছেন যার ফলে অনেক মুসলিম এখন আল্লাহ্‌র ইবাদত
     পালনের প্রতি মনোযোগ দিয়েছেন।

3) There are many people in our society who regularly didn’t follow the command of 
    ALLAH. But for this epidemic CORONA, Most of the Muslim is now focusing on following 
    the command of Allah.


৪) যেই মুসলিম এবং অমুস্লিম রাষ্ট্রগুলো নির্যাতিত বা জুলমের শিকার হয়ে থাকতো, এই করোনার ফলে ওইসব
    রাষ্ট্রগুলো সব ধরনের জুলুম আল্লাহ্‌ তা’লা বন্ধ করে দিয়েছেন।

4) As a result of this Epidemic CORONA, The Muslim and non-Muslim states 
    were oppressed or persecuted. ALLAH has stopped all kinds of oppression.

৫) আমারা আমাদের দেনিন্দন জীবনের নবীজী (সঃ) এর একটি সুন্নত নিয়মিত হাত ধোঁয়ার কথা প্রায় ভুলেই
     বসেছিলাম। কিন্তু এই করোনার আমাদের সুযোগ করে দিয়েছে এই সুন্নাত টি নিয়মিত পালন করা।

5) We almost forgot about the hand washing of a regular circumcision of the Prophet 
    (peace be upon him) in our daily life. But this CORONA has given us the opportunity to 
     observe this circumcision regularly.

৬) আমাদের সমাজের বেশির ভাগ পুরুষ ঘরের বাহিরে সময় কাটাতে পছন্দ করেন। কিন্তু আমার রাসূল (সঃ)এর 
    আরো একটি অন্যতম সুন্নাত হচ্ছে ঘরে বেশি সময় কাটানো এবং তিনি সকল মুসলিম পুরুষ কে এটাই নির্দেশ          করেছিলেন যে বেশি বেশি করে পরিবারের সদস্যদের সাথে ঘরে সময় কাটাও। আজ এই করোনা  আমাদের কে      রাসূল (সঃ) এর এই সুন্নাত  কে মনে করিয়ে দিল।

6) Most of the men in our society like to spend time outside of the home. But one of the 
   other circumcision of my Prophet (peace be upon him) is to spend more time at home       &  that is what he does to all Muslim men. He suggested that you spend more time at        home with family members. Today, Corona reminds us circumcision of this  of the     
  Prophet  (saw)  

৭)বর্তমান আমাদের সমাজে দেখা যাচ্ছে, এই মহামারি করোনা কে কেন্দ্র করে অনেকেই দান ও সদকা করে 
    যাচ্ছেন। যা খুবই একটি ইতিবাচক কাজ। কেননা এই করোনা আজ আমাদের ভাবতে শিখিয়েছে আমাদের   
   সমাজের দরিদ্র ও অসহায় মানুষগুলো সম্পর্কে যা কিনা প্রতিটি মুসলিমের কর্তব্য। এবং আল্লাহ্‌ তা’লা কোরআন
   এ উল্লেখ করে বলেছেন, প্রতিটি মুসলিম কে বেশি বেশি করে দান এবং সদকায় যারিয়া করতে যার ফলে
   আল্লাহ্‌ তা’লার সন্তুষ্টি অর্জন হবে এবং আপনার বরকত বৃদ্ধি পাবে।

7 ) In our society, many people are giving donations and charity due to epidemic 
   CORONA. Which is a very positive thing. Because this CORONA has taught us to think         today about the poor and helpless people of our society, which is the duty of every           Muslim. By mentioning in AL-QURAN, ALLAH says to every Muslim to give more  
   donations for helpless people & that will bring satisfaction to ALLAH & automatically   
   you will be blessed by him for this donation.




Copyright ©2018-2020 All right reserved by Incredible Archives

 






No comments

Powered by Blogger.