Header Ads

১৯৯২ সালের বিশ্বকাপের পথে হাঁটছে পাকিস্তান || Pakistan cricket team walks to1992 world cup



টুর্নামেন্ট ফরম্যাটঃ ১৯৯২ এর বিশ্বকাপে ৯ টি দল অংশগ্রহন করেছিলো । সেখানে প্রতিটি দল একে অন্যের সাথে প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছিলো। তারপর সেখান থেকে সেরা চার দল সেমি ফাইনাল খেলেছিলো । ঠিক এই নিয়মে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাট সাজানো হয়েছে। শুধু এবারের বিশকাপে ১০ টি দল অংশগ্রহণ করেছে

Tournament format: 9 teams participated in the 1992 World Cup. Every team there faced each other in the first round. Then the best four teams played there from the semi-finals. In this same rules & format of the 2019 Cricket World Cup has been arranged but only 10 teams participated in this year's conference.

খেলার ধরনও একইঃ ১৯৯২ এর বিশকাপে আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ইনিংসে দুটি সাদা বল দিয়ে খেলানো হয় এবং দুই এন্ড থেকে বল করানো হয় । যার ব্যাতিক্রম ছিলোনা  ২০১৯ ওয়েলসের এই বিশকাপেও

The type of game is the same: According to organizers' decision in 1992, In each innings are played with two white balls & the bowler completed over from two ends. Which did not have the distinction of the year 2019 in Wales.


প্রথম ৬ ম্যাচ শেষে পাকিস্তানের ফলাফলঃ ১৯৯২ বিশ্বকাপের প্রথম ৬ ম্যাচের ফলাফল এর সাথে এবারের ২০১৯ বিশ্বকাপের প্রথম ৬ ম্যাচের ফলাফল এর সাথে এক অদ্ভুত মিল আছে। ১৯৯২ বিশ্বকাপের আসরের ফলাফলটি ছিল যথাক্রমে – হার, জয়, বৃষ্টিতে পরিত্যক্ত, হার, হার, জয়। ঠিক একই রকম ফলাফল ঘটে যাচ্ছে এই আসরেও। আরো একটি ব্যাপার হচ্ছে ১৯৯২ তে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিলো এবারের বিশ্বকাপেও কিন্তু একই দলের সাথে হার দিয়ে শুরু হয়েছে।

Pakistan results after the first 6 matches: With the result of the first 6 matches of the 1992 World Cup, And the first 6 matches of the 2019 World Cup is a strange match. The result of the 1992 World Cup event was respectively - rate, win, abandoned in the rain, rate, rate, win The same results are going on in similar circumstances. Another thing, In 1992 Pakistan started with the rate against the West Indies & in this World Cup, also started with rate by same team.

সপ্তম নাম্বার ম্যাচের সাথে অর্ধেক মিলঃ পাকিস্তান ১৯৯২ বিশ্বকাপে সহ-আয়োজক নিউজিল্যান্ড কে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিলো। আবার ২০১৯ বিশ্বকাপে পাকিস্তান নিজেদের ৭ম ম্যাচে নিউজিল্যন্ড কে হারিয়েছে যদিও এখনো সেমিফাইনাল নিশ্চিত হয় নি। কিন্তু সেমিফাইনাল খেলার সম্ভবনা আছে।

Half Match with the seventh number of the game: Pakistan confirmed the semi-final to the co-host New Zealand in 1992 World Cup. Again, in the 2019 World Cup, Pakistan beat New Zealand in their 7th match, although the semi-finals were not confirmed yet. But there is a possibility of playing in the semi-finals.

অন্যান্য অসাধারণ মিলঃ ১৯৯২ বিশ্বকাপে ইঞ্জামাম-উল-হক ছিলেন পাকিস্তানের তরুন তারকা। আর ২০১৯ সালের আসরে তারই ভাতিজা ইমাম-উল-হক পাকিস্তানের তরুন তারকাদের মধ্য অন্যতম। ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের ষষ্ঠ ম্যাচে সেরা হয়েছিলো বাঁহাতি ব্যাটসম্যান আমির সোহেল । এবার ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের ষষ্ঠ ম্যাচে সেরা হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান হারিস সোহেল। ১৯৯২ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া (১৯৮৭) ও ইন্ডিয়া (১৯৮৩) সালে চ্যাম্পিয়ান হয়েছিলো। এবারো ২০১৯ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া (২০১৫) ও ইন্ডিয়া (২০১১) সালে চ্যাম্পিয়ান হয়েছে।

Other great matches: In the 1992 World Cup, Inzamum-ul-Haq was the youngest stars of Pakistan. And in the year 2019, his nephew Imam-ul-Haq is one of the youngest stars of Pakistan. In 1992 Left-handed batsman Amir Sohel was the Man of the match in the number of the sixth match of Pakistan. In the World Cup 2019 Left-handed batsman, Haris Sohail has selected for a man of the match in the number of six matches of them. Before the 1992 World Cup, Australia (1987) and India (1983) became champions. Prior to the 2019 World Cup, Australia (2015) and India (2011) have been champions.

মাঠের বাইরের মিলঃ ১৯৯২ বিশ্বকাপের সময় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী কারাগারে বন্দী ছিলেন। এবারও ২০১৯ বিশ্বকাপের সময় তিনি কারাগারে বন্দী। ১৯৯২ বিশ্বকাপ চলাকালীন সময় অ্যানিমেটেড মিউজিক্যাল ছবি আলাদিন মুক্তি পেয়েছিলো। এবারও বিশ্বকাপ চলাকালীন সময় ফের মুক্তি পায়।

Outside of cricket: During the 1992 World Cup, Pakistan's former president Benazir Bhutto's husband Asif Ali was held in prison. He is also imprisoned during the 2019 World Cup. During the 1992 World Cup, Animated Musical Photo Alladin was released. This time again during the World Cup was released.



                 Copyright ©2018-19 All right reserved by www.incrediblearchives.com




1 comment

kaileipaben said...

The casino part of the Wynn hotel group is looking for new
The 밀양 출장안마 casino part 울산광역 출장샵 of 아산 출장안마 the Wynn hotel group is looking for 나주 출장안마 new Wynn 울산광역 출장안마 Resort Casino and Wynn Las Vegas. (Facebook)

Powered by Blogger.