"কিভাবে মেশিন রিডেবল পাসপোর্ট রিনিউ করবেন" || "How to renew machine readable passport (MRP)"
এমআরপি নবায়ন ও রিনিউ করার নিয়মঃ
প্রথমেই উল্লেখ করতে চাই, এই ভিডিও টি তাদের জন্য যাদের অলরেডি মেশিন রিডেবল পাসপোর্ট আছে। এবং মেয়াদ প্রায় শেষের দিকে।এবার আসল প্রসঙ্গে আসা যাক, মূলত মেশিন রিডেবল পাসপোর্ট(এমআরপি) রিনিউ করা যায় না আপনার পাসপোর্ট ব্যবহারে জন্য আবার প্রথম থেকে পাসপোর্ট এর জন্য আবেদন করতে হবে। সেজন্য আপনার প্রয়োজন হবে একটি ব্যাংক ড্রাফট এর কিছু দরকারি ডকুমেন্ট ।
বিস্তারিত জানতে পুরো ভিডিও টি দেখুন ।
*********************************
পাসপোর্ট রিনিউ আবেদন ফর্ম ডাউনলোডঃ http://www.passport.gov.bd/Reports/MRP_Information_Alteration_Correction.pdf
অনলাইন আবেদন, গাইড লাইন এবং সকল তেথ্যের জন্যঃ http://www.passport.gov.bd/
*********************************
সাধারণ এমআরপি’র জন্য টাকা জমা দিতে হয় ৩৪৫০ টাকা (রিনিউ ফি ৩,০০০+ ১৫% ভ্যাট ৪৫০)। ১৫ দিনে পেতে হলে লাগে ৬,৯০০ টাকা ।
পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবার পর তা নবায়ন করতে গেলে জরিমানা দিতে হবে। আর এই জরিমানার টাকা হলো প্রতি বছরের জন্য ৩৪৫ টাকা। মনে করুণ, একটি পাসপোর্ট রিনিউ করতে গিয়েছেন মেয়দ শেষ হওয়ার ১ দিন পরে। এখন আপনার রিনিউ করতে খরচ লাগবে: (রিনিউ ফি ৩,০০০+ ১৫% ভ্যাট ৪৫০+ জরিমানা ৩৪৫) টাকা = মোট ৩,৭৯৫ টাকা। মেয়াদ শেষ হবার যত বছর পরে যাবেন সেক্ষেত্রে প্রতি বছরের জন্য ৩৪৫ টাকা করে জরিমানা লাগবে।
- ট্রাস্ট ব্যাংকের পাশাপাশি আরও ৫টি ব্যাংকে টাকা জমা দিতে পারবেন।
১) ওয়ান ব্যাংক
২) সোনালী ব্যাংক
৩) ব্যাংক এশিয়া
৪) প্রিমিয়ার ব্যাংক
৫) ঢাকা ব্যাংক।
N.B:
1. The track Acoustic_Symphony by Hanu Dixit used for Intro & the track Pas_de_Deux by Bird Creek used for another part of video those are fully free to use in any of video.
2. All the logos and Trademarks are the property of their respective registered owners/company and we have used these services as public and customer.
3. ©All rights reserved by https://www.incrediblearchives.com
Copyright ©2018 All right reserved by Incredible Archives